• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে ১৫ বছর ধরে কাজ করছেন’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে গত ১৫ বছর ধরে ধাপে ধাপে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরে বিরল মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়বেন। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে। দেশের তরুণরা এসব প্রতিষ্ঠান থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –