• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ সরকারের ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে পাশে থাকতে চায় ভারত।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রণয় কুমার ভার্মা। এর আগে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে ভারতের হাইকমিশনার নতুন সরকারকে স্বাগত জানিয়ে আরো বলেন, আমরা আশা করি- নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে।

তিনি বলেন, রেল, জলবায়ুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –