• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা: ফারুক খান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহম্মদ ফারুক খান বলেছেন, আমরা বহু ষড়যন্ত্র মোকাবিবেলা ক‌রে, সব হুম‌কি উপেক্ষা ক‌রে বঙ্গবন্ধুকন‌্যা শেখ হা‌সিনার নে‌তৃত্বে নতুন সরকার গঠন করেছি। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শহিদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, এরই মধ্যে ডি‌জিটাল বাংলা‌দেশ বাস্তবায়ন করেছি। সারাদেশের মানুষ এখন ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। এবার সবাই মি‌লে স্মার্ট বাংলা‌দেশ গ‌ড়ে তু‌লবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন- কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. টিটুল শেক প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –