• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

সৌদি রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর মেয়াদ বাড়ল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে।  

বুধবার পুলিশের সাবেক এ আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাস মেয়াদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে, ২০২০ সালের ১৩ এপ্রিল তাকে তিন বছরের জন্য সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয় সরকার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –