• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

আ’লীগ সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে: পলক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে।  

সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরী আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা আইসিটি বিষয় বাধ্যতামূলক করে দিয়েছি। এর মাধ্যমে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে। কারণ এখন কম্পিউটার না জানলে কোনো পেশায়ই কেউ সফল হতে পারবে না।

তিনি বলেন, যদি আমরা নৌকা মার্কায় ভোট নিয়ে বিজয়ী হতে না পারতাম, তাহলে আমাদের ছেলে-মেয়েরা বিনামূল্যে বই পেত না, বিদ্যুতের আলোতে আলোকিত হতো না প্রতিটি ঘর, সুবিধাবঞ্চিতরা বিভিন্ন সুবিধা পেত না।

পুন্ডরী আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –