• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

দেশের মানুষ নৌকার সঙ্গেই থাকবে: নৌপ্রতিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

 
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য সম্মান নিয়ে আসছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাজকার কারণেই এসব সম্ভব হয়েছে। এ কারণে দেশের মানুষও আগামী নির্বাচনে নৌকার সঙ্গেই থাকবে।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রাজধানীর তুরাগ নদে বিআইডব্লিউটিএ আয়োজিত নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়ন পছন্দ করে না, বিদেশিদের কাছে নিজের দেশকে বিক্রি করে দিতে চায়; তাদের বিরুদ্ধে দেশের মানুষ সবসময় সক্রিয় ছিল, আগামী নির্বাচনেও সক্রিয় থাকবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার। তার নেতৃত্বেই বাংলাদেশের সব অগ্রগতি ও অর্জন হয়েছে। তিনি বাংলার মানুষের মাঝে আলোর দিশারী হয়ে এসেছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিআইডব্লিউটিএ’র মাধ্যমে আমরা সারাদেশের নদী-নালা, খাল-বিলগুলো অবৈধ দখলমুক্ত করেছি। এটা আমাদের আনন্দ। এ আনন্দ আমরা সবাইকে নিয়ে উপভোগ করতে চাই। ঢাকার মানুষকে নদীর পাড়ে নিয়ে আসা ছিল আমাদের অঙ্গীকার।নদীর সৌন্দর্য বৃদ্ধি করে আমরা সেই অঙ্গীকার অনেকটা পূরণ করেছি। আগামীতে আরো উন্নয়ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, মো. সাদেক খান, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –