• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

 
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণের ওপর বিএনপির বিশ্বাস নেই। তারা যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা ঘন ঘন বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপজেলায় মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এই সন্ত্রাসীদের দলকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের উত্তরাঞ্চলের মঙ্গা চিরতরে দূর করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সারে ভর্তুকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী দিচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাঙালি জাতিকে বিশ্বের কাছে সন্মানিত জাতি হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা। তার অবদান বাঙালিকে মনে রাখতে হবে। উন্নয়ন চাইলে শেখ হাসিনাকেই সমর্থন দিন। তাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করুন।

এ সময় উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –