– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

বিএনপি-জামায়াতের লাফালাফিতে উন্নয়ন মিথ্যা হয়ে যাবে না

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিএনপি-জামায়াতের মতো দেশবিরোধীদের লাফালাফিতে বাংলাদেশের উন্নয়ন মিথ্যা হয়ে যাবে না। সাময়িক বিদ্যুৎ সমস্যা নিয়ে যারা অযথা লাফালাফি করছে, তারাও দেশের উন্নয়নের সুফল ভোগ করছে। জনগণ বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে ছয় দফা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই দেউলিয়া হবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহিন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মুজিবনগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –