– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

নীলফামারীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

নীলফামারী সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন রিমন শাহ নামে এক যুবককে গ্রেফতার করছেন পুলিশ। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার এআর প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিমন শাহ সদর উপজেলার নতিব চাপড়া ইউপির শাহপাড়া দুলাল হোসেনের ছেলে। 

 জানা যায়, সদর উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণ করার জন‍্য বাড়ি থেকে বের হয় ঐ শিক্ষার্থী। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সদর ইউপির খোকশাবাড়ির আকাশ কুড়ি পাড়ার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রিমন। স্কুলছাত্রীর অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ৪ ডিসেম্বর রিমনসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। 

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষণ মামলার আসামি রিমনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –