• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘কারওয়ান বাজার ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়লে ব্যবসায়ীদের দায়’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কারওয়ান বাজার ঝুঁকিপূর্ণ। এই মার্কেট যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এমনটা ঘটলে ব্যবসায়ীদের দায় নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবন অডিটরিয়ামে কারওয়ান বাজারস্থ ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, আমরা চাই না কেউ বেকার হয়ে যাক। আপনাদের (ব্যবসায়ীদের) কাউকে বেকার করার প্রশ্নই ওঠে না। সারাবিশ্বে রাজধানীর মিডিল পয়েন্টে কোথাও হোলসেল মার্কেট থাকে না। হোলসেল মার্কেট হয় পেরি ফেরিতে। প্রধানমন্ত্রী বলেছেন যাত্রাবাড়ী ও গাবতলীতে হবে হোলসেল মার্কেট। আমরা সেটাই করতে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে আরো নিরাপদে, সুন্দর পরিবেশে আধুনিক মার্কেট হবে- এই নিশ্চয়তা দিতে পারি। আপনাদের (ব্যবসায়ীদের) সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, যুগের পরিবর্তনে অনেক কিছু হচ্ছে। মার্কেট ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেটার মাধ্যমে আমরা আত্মহতি দিতে চাই না। সমস্যা মোকাবিলা করেই আমাদের এগোতে হবে। কোনো ব্যবসায়ীকে আমরা জোর করে উঠিয়ে দেব না। আশা করি আগামীতে কারওয়ান বাজার কেমন হবে-সবাই  সেই সিদ্ধান্ত নিতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –