– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

সংসদে আয়কর বিল উত্থাপন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

আয়কর ব্যবস্থাপনা সহজ করতে এবং অর্থনীতি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে জাতীয় সংসদে আয়কর বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বিলটি উত্থাপন করেন।

বিলটি উত্থাপন করে মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সমগ্র অর্থনীতিতে শৃঙ্খলা আনবে এবং এটি সামগ্রিকভাবে কর আরোপ, আদায় এবং ব্যবস্থাপনা সহজ করবে।

প্রস্তাবিত আইনটি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর রহিতপূর্বক যুগোপযোগী করে নতুনভাবে প্রণয়নকল্পে আনা হয়েছে।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –