• রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

        
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বার্তায় পাকিস্তান সরকার, জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান গুরুত্ব দেয়। পাকিস্তান বাংলাদেশের জনগণের সঙ্গে পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার জন্য উন্মুখ হয়ে আছে। বার্তায় শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –