• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঈদে যেসব রুটে চলবে ৯ জোড়া বিশেষ ট্রেন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের সুবিধার্থে রেল বিভাগ ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৫ ও ৬ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ ও ৮ চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম, ঈদ স্পেশাল ৯ ও ১০ সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদের আগে ৪ দিন এবং ঈদের পরে ৫ দিন চলাচল করবে। 

এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ও ১২ ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার, শোলাকিয়াা ঈদ স্পেশাল ১৩ ও ১৪ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধু ঈদের দিন চলাচল করবে। 

পাশাপাশি ঈদ স্পেশাল ১ ও ২ বী.মু.সি.ই (পঞ্চগড়)-জয়দেবপুর-বী.মু.সি.ই; ঈদ স্পেশাল ১৫ ও ১৬ ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ১৮ থেকে ২০ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল চলাচল করবে। 

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর রেল ভবনের সম্মেলনকক্ষে ঈদুল ফিতর উপলক্ষে রেলের টিকিট বিক্রির কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বিশেষ ব্যবস্থাপনায় ঈদের অগ্রিম ও ফেরত টিকিট বিক্রি করা হবে।

ঢাকার বাইরে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি এবং সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা/জয়দেবপুর থেকে ঈদের ৩টি বিশেষ ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –