• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

ইসলামের খেদমতে শেখ হাসিনার অবদান অতুলনীয়: নিখিল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

 
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশে ইসলামের খেদমতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান অতুলনীয়। 

শুক্রবার বাদ জুম্মা পূর্ব আহম্মেদ নগরে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাইতুদ দাউদ জামে মসজিদ ও বাইতুদ দাউদ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের জনগণের নামাজ পড়ার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করার উদ্যোগ নিয়েছেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেছেন ও ২ লাখ ১২ হাজার ইমামকে ইসলামী বুনিয়াদি শিক্ষার প্রশিক্ষণ দিয়েছেন। তিনি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট চালু করেছেন,‌ উপজেলা পর্যায়ে ১টি মসজিদ ও ১টি মক্তব সরকারিকরণ প্রকল্প হাতে নিয়েছেন এবং জাতিসংঘে আলেমদের ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কওমি মাদরাসার স্বীকৃতির ব্যবস্থা করেছেন, যাতে মাদরাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতোই সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরি করার সুযোগ-সুবিধা পান। এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং এক হাজার ১০টি এবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। 

যুবলীগ সাধারণ সম্পাদক আরো বলেন, পবিত্র আল কোরআন ডিজিটাইজেশন করে প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ জনগণের মন জয় করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, মসজিদ কমিটির সভাপতি, মোশারফ হোসেন খান প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –