• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে সরকার: এমপি মহিববুর রহমান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

 
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মো. মহিববুর রহমান বলেছেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে সরকার। এ লক্ষ্য নিয়ে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।

শুক্রবার পটুয়াখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ল্যাপটপ তুলে দেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পিইডিপি ৪-এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

“মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা বায়েজিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –