• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চিত্রকর্ম সহজবোধ্য করাই শিল্পীর সার্থকতা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি চিত্রকর্মের নিজস্ব ভাষা রয়েছে। যে শিল্পী তুলির আঁচড়ে চিত্রকর্মটিকে সহজবোধ্য করে তুলতে পারেন, সেটিই তার সার্থকতা।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নং গ্যালারিতে প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের ‘কালার’স অব লাইফ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ফরিদা ইয়াসমিন পারভীনের প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর বাস্তবতা রয়েছে।

তিনি আরো বলেন, ফরিদা ইয়াসমিন পারভীন শখের বশে ছবি আঁকা শুরু করলেও তার এ প্রদর্শনী দর্শকনন্দিত হবে। তার সন্তানরা যেভাবে মাকে উৎসাহ দিয়েছে সেটি প্রশংসার যোগ্য।

এ সময় তরুণ প্রজন্মকে এ ধরনের প্রদর্শনী থেকে নান্দনিকতা ও সৃজনশীলতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের প্রথম একক চিত্রপ্রদর্শনী সপ্তাহব্যাপী (২০-২৬ মার্চ) পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে তার শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –