• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জামায়াতের বিএনপি বিরোধী অবস্থান স্পষ্ট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

বিএনপির সঙ্গে প্রকাশ্যে দূরত্ব ও গোপনে সুসম্পর্ক বজায় রাখার নাটকের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী। বিএনপিকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিএনপির সঙ্গে জোটে আর থাকছে না দলটি। শুধু তাই নয়, সাম্প্রতিক যুগপৎ আন্দোলনেও মাঠে নামেনি জামায়াত। এতেই জামায়াতের বিএনপি বিরোধী অবস্থান স্পষ্ট।

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব স্বীকার করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, জামায়াত অপেক্ষা না করেই একলা চলো নীতিতে এগোচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় নেতাদের দাবি, বিএনপির মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে- তারা জামায়াতকে ছাড়াই সরকার পতনের আন্দোলনে সফল হবে। এ কারণে তারা যুগপৎ আন্দোলনে জামায়াতকে গুরুত্ব দিতে চাইছে না। ফলে আমরাও তাদের ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবো।

জামায়াতে ইসলামীর দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপি চাইছে জামায়াতের সঙ্গে তাদের সখ্য তৈরি না হোক। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের কর্মসূচি থেকে বিরত থাকছি। এই মুহূর্তে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই। জামায়াত এখন থেকে একাই চলবে।

৩০০ আসনের প্রার্থী আগেই ঠিক রেখেছেন জানিয়ে তিনি আরো বলেন, আমরা এখন নিবন্ধন তৈরি, প্রতীক চূড়ান্ত করা ও নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরিকল্পনা করছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –