• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৭ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

পাঁচ সেক্টরে পেশাদার কর্মী নেবে সৌদি আরব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঁচটি সেক্টরে পেশাদার কর্মী নেয়া হবে। সেক্টরগুলো হলো- বৃক্ষরোপণ, ইলেকট্রিসিটি, ওয়েল্ডিং, ক্লিনিং, এসি মেরামতকরণ।

ঢাকার সৌদি দূতাবাসে মঙ্গলবার এ লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে দক্ষতা যাচাই কর্মসূচির (এসভিপি) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন আল ইউসুফ আল দুহাইলান বলেন, ২০৩০ সালে ভিশন বাস্তবায়নে এ আয়োজন করা হচ্ছে। এতে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে। বাংলাদেশি কর্মীদের জন্য নতুন একটি দ্বার উন্মোচন হতে যাচ্ছে।

এদিকে বিএমইটি এর সঙ্গে যৌথভাবে এ সব কাজ পরিচালনা করা হবে জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বহুদেশে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্মী তৈরি একট বড় বিনিয়োগ উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, টেস্টের কোনো ফি বহন করতে হবে না কাউকে। দালালের খপ্পরে পড়লে দায় দায়িত্ব নিজেদের।

অদক্ষ শ্রমিকরা এমনিতেই কম বেতন পাবে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত আরো বলেন, এটি চুক্তির ওপর নির্ভর করবে। অন্য দেশের বেতনের সঙ্গে মেলালে হবে না।

অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক শহিদুল হক বলেন, কোনো শ্রমিক সৌদি আরবে যেতে চাইলে এসভিপি কোয়ালিফাই হতে হবে। অদক্ষ শ্রমিকের তকমা আর থাকবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –