• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার এ সফরে রানি ম্যাথিল্ডের সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যরা।

এ সময় তিনি একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাজ করা নারীদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন, বিভিন্ন নতুন প্রশিক্ষণ নেয়া নারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কাজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে যোগ দেন এবং মানসিক স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন।

সন্ধ্যায় ঢাকায় ফিরে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সোমবার বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম রানি ম্যাথিল্ডকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জানায়, এই সফর ‘এসডিজির বর্ধিত গুরুত্ব বোঝায় এবং বাংলাদেশের গতিশীলতা ও প্রতিশ্রুতিও তুলে ধরে।’

সফরের প্রথমদিনে বেলজিয়ামের রানি নারায়ণগঞ্জের পোশাক কারখানা ‘ফকির অ্যাপারেলস লিমিটেড’ পরিদর্শন করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –