• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ রুবেল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রুবেল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হাজিপাড়া এলাকার জহির আলীর ছেলে। রুবেল মকবুলার রহমান সরকারি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, রুবেল দুপুরে ভজনপুর ভিতরগড় রোডে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। রুবেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেইয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

ভজনপুর হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –