• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছি: শিল্পমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে বলেই করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো ভালো আছি।

রোববার সকালে পটুয়াখালী ডিসি স্কয়ারে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠান উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কারণে মানুষ এখন সময় পেলেই ঘুরতে যায়। পর্যটন স্পটগুলোতে জায়গা পাওয়া যায় না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা একই সঙ্গে দেশ ও আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। যোগ্য লিডারশিপে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরের মর্যাদা দিয়েছেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমরা গ্লোবাল ভিলেজে আছি, সবার সঙ্গে তালমিলিয়ে চলতে হয়। অনেক কিছু আমদানি-রফতানি করতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিল্প সচিব জাকিয়া সুলতানা, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য শাহাজাদা সাজু ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –