• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

নিজেদের মাঠে রংপুরকে ৯৩ রানের সহজ লক্ষ্য দিল সিলেট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর ঢাকা, চট্টগ্রাম হয়ে এখন সিলেটে। আজ চায়ের নগরীতে মাঠে গড়ালো বিশ ওভারের এই আসর।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আজ তেমন সুবিধা করতে পারেনি সুরমা পারের এই দল। টপ ওর্ডারের সব ব্যাটার আহ একে একে ব্যার্থ। রংপুরের  বোলারদের নিয়ন্ত্রীত বোলিংয়ে ১০০ রানই পার করতে পারেনি সিলেট। ফলে রংপুরের সামনে সহজ লক্ষ্য দাঁড়ায় ৯৩। 

শুরুতে পাওয়ার ওভারের মধ্যেই পাঁচ উকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় সুরমা পারের দলটি। প্রথম ওভারেই ২ রান করে আজমত উল্লার বলে আউট হন ওপেনার টম মরিস। ও পরের ওভারে হাত খুলে খেলতে গিয়ে মেহেদী হাসানের বলে বাউন্ডারী লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন শান্ত। করেন ৯ রান।  

এরপর তিন ০ দেখে সিলেটের ব্যাটাররা। তৌহিদ হৃদয় ০ রানে ফিরেন আজমউল্লার বলে এলবি হয়ে। তারপরের বলেই ০ রানে বোল্ড হয়ে আউট হন মুশফিক। আর জাকির তো সোহানের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন ০ রানে।   

আজ রয়েছে দুটি খেলা, দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হয় রংপুর রাইডার্স। দু’দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বের। তবে সিলেট অনেকটা নির্ভার থাকলেও রংপুরের চাই জয়। আর নিজ ঘরে সিলেট চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।

এমন দিনের প্রথম খেলায় আজ টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আজকের খেলায় তাই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে নেমেছে রংপুর ও সিলেট।

সন্ধ্যা ৭টায় দিনের অন্য ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফী-মুশফিকদের সিলেট। আজকের ম্যাচে জয় নিয়ে টেবিল টপার সিলেটকে আরও শক্ত অবস্থানে নিতে চান অধিনায়ক মাশরাফী।

অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব-মিরাজদের বরিশাল। এছাড়া কুমিল্লা ও রংপুর ৮ ও ৬ পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। আর সমান করে ৪ পয়েন্ট নিয়ে শেষের দিকে অবস্থান করছে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –