• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার                       
রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি। আগ্রহীদের ১২ ফেব্রুয়ারি নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর পৌনে ১২টায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিথ তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। মনোয়নপত্র যাচাই বাছাই ১৩ ফেব্রুয়ারি (সোমবার)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্য ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –