• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন              
বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতি প্রদানের ৫১তম বার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাই কমিশনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ বার্তা জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রধানমন্ত্রী প্রতিবছর ৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ পালনের এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। 

৬ ডিসেম্বর এখন আর শুধু বাংলাদেশকে ভারতের স্বীকৃতি প্রদানের দিনই নয়, এর ব্যাপ্তি ছড়িয়ে যায় দুই দেশের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বের আনুষ্ঠানিক স্বীকৃতিতে। 

গত বছর এই দিনে প্রথমবার ঢাকা ও দিল্লিতে দিবসটি পালিত হয়। এছাড়া একই সঙ্গে বিশ্বের ১৮টি দেশে বাংলাদেশ ও ভারতের দূতাবাসগুলো যৌথভাবে এই দিবসটি পালন করে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার ১০ দিন পূর্বে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর মার্চ মাসে মুজিব বর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বর মৈত্রী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –