• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

‘বিজ্ঞান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার’   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, উন্নয়ন-অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা খাতে অর্থ বরাদ্দে কার্পণ্য করা হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বিসিএসআইআর মিলনায়তনে তিন দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিজ্ঞান সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে প্রযুক্তিজ্ঞান বিনিময় করার সুযোগ পাচ্ছেন। এ অভিজ্ঞতা ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির কোন কোন ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে সে বিষয়ে দিক-নির্দেশনা দেবে।

তিনি আরো বলেন, তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে মোবাইল। তবে এই মোবাইলের অতিরিক্ত ব্যবহার মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। সুতরাং প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক দিক সম্পর্কেও জনসচেতনতা তৈরি প্রয়োজন।

অনুষ্ঠানে জানান, চতুর্থ শিল্পবিপ্লবের আলোকে বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণার ক্ষেত্রগুলো চিহ্নিত করার লক্ষ্যে কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান, ভারতসহ বিশ্বের ১১টির বেশি দেশের বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে এবারের আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২১০০ সালের ডেলটা প্ল্যানের আলোকে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে যেসব ক্ষেত্রে নতুন নতুন টেকসই উদ্ভাবন ও গবেষণার প্রয়োজন, তা নির্ধারণে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –