• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রামে ১৫৯ যাত্রী-ক্রু নিয়ে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

আকাশে যান্ত্রিক ত্রুটির জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে নেপাল এয়ারলাইন্সের এক ফ্লাইট। এতে অল্পের জন্য রক্ষা পেলো নেপাল এয়ারলাইন্সের ৯ ক্যাপ্টেন-ক্রুসহ ১৫৯ জন যাত্রী। 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেপাল এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে ব্যাংকক যাচ্ছিল। বিমানটি উড়ার পর বাংলাদেশের আকাশসীমায় এলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

‘এ সময় বিমানের ক্যাপ্টেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি চায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে বিমানটি শাহ আমানতে অবতরণ করে।’

রাত পৌনে ১০টায় বিমানবন্দরের পরিচালক বলেন, এখন বিমানটির ত্রুটি সারানো হয়েছে বলে তাদের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। কিছু সময় পরে বিমানটি ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –