• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘বাংলাদেশ মাথা উঁচু করেছে বলেই প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিভক্তি আর সংঘাত কখনোই কল্যাণ আনতে পারে না। আমরা সংঘাতের পথে না হেঁটে সম্পীতি, অসাম্প্রদায়িকতা ও মানবতার পথে হাঁটছি বলেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর বাংলাদেশ মাথা উঁচু করেছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সম্মানিত হয়েছেন।

শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ ও সামাজিক সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বড় বাঁধাগুলোর মধ্যে আইনের শাসন না থাকা ছিল অন‍্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। দেশের মানুষ আইনের প্রতি ভরসা পেয়েছে।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিল। ৭৫ পরবর্তী ক্ষমতালোভীদের কাছে আমরা জাতির জন্য কোনো কল্যাণ দেখিনি। দেখেছি শুধু সংঘাত। দেশের মানুষ শুধু দেখেছিল কিভাবে কিভাবে একটি ধর্মের বিরুদ্ধে আরেকটি ধর্মকে উসকে দিয়ে ক্ষমতার চেয়ার ঠিক রাখা যায়। এখন সেই পরিস্থিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, বিরলের ইউএনও আফসানা কাওসার, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সবুজার সিদ্দিক সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –