– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

রাজারহাট উপজেলা সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষেঈমাম, পুরোহিত, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মানে এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল পাঁচ ঘটিকায় রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও নূরে তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাকির পশা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা চাষি আব্দুস সালাম, রাজারহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাইফি, খতিব রাজারহাট বাজার কেন্দ্রীয় জামেমসজিদ, উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক সূর্যকমল মিশ্র, সুরেশ চন্দ্র মোহন্ত,পুরোহিত সোমনাথ চক্রবর্তী, পুরোহিত স্বর্ণকমল মিশ্র প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, উমর মজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিলাসহ আরো অনেকেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –