– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

কোনোভাবেই দেশে ডিম আমদানি হবে না: কৃষিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

কোনোভাবেই দেশে ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন করে ডিমের দাম বেড়েছে। এক্ষেত্রে নজরদারি বাড়াবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। তবে একজন কৃষিবিদ হিসেবে বলতে পারি, যাই দাম বাড়ুক দুই-তিন মাস পর তারা ডিম বিক্রি করতেই পারবে না। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।

এর আগে ডিমের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে ডিম আমদানি করা হবে। এরপরই ডিমের দাম কমে যায়। বিষয়টি স্পষ্ট যে ডিমের দাম বাড়ার পেছনে কিছু একটা আছে। এ বিষয়ে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কোনোভাবেই যেন ডিম আমদানি না করা হয়। আমরা একটু কষ্ট করি, তারপরও ডিম আমদানি করব না।

বাণিজ্যমন্ত্রী কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার কথা বলেছিলেন। পরে তিনি জানিয়েছেন যে কৃষি মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে এটি সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। অসহযোগিতার কিছু নেই।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাস্তবায়ন করা কঠিন। মুক্তবাজার অর্থনীতিতে এটি বড় চ্যালেঞ্জ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –