• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

করোনায় মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ১৪৪    

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

করোনায় মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ১৪৪                      
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান। তবে এই সময়ে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। শনিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৭ আগস্ট মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। তার আগে ২৯ জুন ছিল মৃত্যুশূন্য দিন।   

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। একদিনে দেশে ৪৫৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –