• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নিজের ভাগ্য নয়, জনগণের ভাগ্য বদলই একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

নিজের ভাগ্য নয়, জনগণের ভাগ্য বদলই একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের ভাগ্য বদলের জন্য ক্ষমতায় আসিনি, জনগণের ভাগ্য বদল করাই একমাত্র লক্ষ্য। গতকাল রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ- ২০২২’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে বঙ্গবন্ধু পরিবারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছিলো যারা তাদের মিথ্যাচারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তৈরী হলো আজকের পদ্মা সেতু।
‘‘পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের একমাত্র জবাব নিজেদের অর্থে আগামীর বাংলাদেশের জন্য আজকের পদ্মা সেতু।’’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ছিলো সৃজনশীল পদ্ধতি। বিগত সরকারগুলো শিক্ষার্থীদের হাতে বই খাতার বদলে অস্ত্র আর লাঠি তুলে দিয়ে অস্ত্রধারী করেছিলো। বর্তমান সরকার ফিরিয়ে দিয়েছে শিক্ষার পরিবেশ।

এদিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ১৫ জন মেধাবীকে পুরস্কার তুলে দেন। এই পুরস্কারে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের অন্তর্ভুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –