• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রতিমন্ত্রী, সচিব, বিমানের এমডিকে নিয়ে হজ প্রতিনিধি দল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

হজ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সমন্বয়ে ১৪ সদস্যের হজ প্রতিনিধি দল-২০২২ গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিনিধি দলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, প্রতিনিধি দলের দলনেতা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তারা আগামী ৩ জুলাই সন্ধ্যায় বিজি-৩১৪১ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। তারা সৌদি আরবে হজ ব্যবস্থাপনার সার্বিক তত্ত্বাবধান করবেন এবং দিক নির্দেশনা দেবেন।

ধর্ম প্রতিমন্ত্রী ছাড়া প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), জিন্নাতুল বাকিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (পিআরএল ভোগরত) মো. লোকমান হোসন মিয়া।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ্‌ আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

মন্ত্রণালয়ের আদেশে জানা হয়েছে, ১৪ সদস্যের হজ প্রতিনিধি দলটি যাওয়ার দিন থেকে (৩ জুলাই) সর্বোচ্চ ১৫ দিন সৌদি আরবে থাকতে পারবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সময় থাকতে পারবেন।

এছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা চাইলে ব্যক্তিগত খরচে তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী) নিয়ে হজে যেতে পারবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –