• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

হজ পালনে সৌদিতে ৩৮৮৮৯ বাংলাদেশি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

পবিত্র হজ পালনে ১০৮টি ফ্লাইটে গতকাল শনিবার পর্যন্ত ৩৮ হাজার ৮৮৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্রে আরো জানা গেছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৫ হাজার ৫০৪ জন রয়েছেন।

জানা গেছে, ১০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে।

এদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ চারজন ও দুজন নারী রয়েছেন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

প্রসঙ্গত, সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –