• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইউরিয়া সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২২  

কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউরিয়া সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন, সারের আমদানি নির্ভরতা কমাতে হবে। তাই কোনো অনিবার্য কারণ ছাড়া কারখানার উৎপাদন বন্ধ করা যাবে না।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্যাসের চাপ কম থাকার কারণে সাম্প্রতিকসময়ে উৎপাদন বন্ধ করা প্রসংগে সচিব বলেন,‘ গ্যাসের সমস্যা সমাধানের জন্য পেট্রোবাংলাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সার উৎপাদন ও মজুদের সঠিক হিসাব থাকতে হবে। উৎপাদনশীলতা বাড়িয়ে সারের উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে।’

শিল্প সচিব বলেন, ‘কারখানার জন্য প্রয়োজনীয় পানি ভূউপরিস্থ উৎস থেকে ব্যবহার করতে হবে। ভূগর্ভস্থ পানি ব্যবহার কমাতে হবে।’ এজন্য নিকটস্থ প্রাকৃতিক উৎস যমুনা নদী কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

এছাড়া কারখানার সামগ্রিক পরিবেশ উন্নয়ন করতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি, বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণ ও সংস্কার, ইনভেন্টরি ব্যবস্থাপনা আধুনিকীকরণ করার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

উল্লেখ্য, জাপানের আর্থিক সহায়তায় মোট ২০০ একর জায়গা নিয়ে যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ইউরিয়া সার প্রায় ৫ লাখ ৬১ হাজার টন এবং এমোনিয়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার টন।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –