• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা মোকবেলায় ফ্রান্স দিল ২০ লাখ এবং সুইডেন দেবে ৫ লাখ টিকা     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১  

করোনাভাইরাস মোকাবেলায় উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর করেছে ফ্রান্স।

গতকাল মঙ্গলবারে এক অনুষ্ঠানে এসব টিকা গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সুইডেনও বাংলাদেশকে ৫ লাখ ৩০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা তুলে দেন ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মারিও সুশো।

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সময় এসব টিকা উপহারের ঘোষণা দিয়েছিল দেশটির সরকার।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “সুইডেন ঘোষণা করেছে আমাদের ৫ লাখ ৩০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবে। এটা আমাদের জন্য সুসংবাদ।”

দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “সুখের বিষয় হচ্ছে, আজকে মাত্র ২ দুজন মারা গেছে, আর গতকালকে ছিল ৩ জন। সুতরাং আমরা সাফল্য অর্জন করেছি।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসার পেছনে ভূমিকায় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক ভালো কাজ করেছেন।”

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –