• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

স্বল্পোন্নত দেশের তকমা থেকে বাংলাদেশের উত্তরণ!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাব গ্রহণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে টুইটে তিনি বলেন, আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে।  

রাবাব ফাতিমা বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং জাতীয় আকাঙ্ক্ষার পরিপূর্ণতা।

জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশ, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক ও নেপালকে এলডিসি’র কাতার থেকে উত্তরণে প্রস্তাব গ্রহণ করেছে।

জাতিসংঘ বলেছে, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময়ের পর স্বল্পোন্নত দেশের কাতার থেকে এ তিন দেশের উত্তরণ ঘটবে। সাধারণত প্রস্তুতির জন্যে তিন বছরের সময় দেওয়া হয়। কিন্তু কোভিড-১৯ এর কারণে আর্থ-সামাজিক ক্ষতির কারণে প্রস্তুতির এ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –