• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে- শিক্ষামন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। জাতির পিতাসহ সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে চলতে হবে।

শনিবার চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে স্বাধীনতাবিরোধী চক্র সক্রিয় রয়েছে। চক্রটি এখনো নীরবে কাজ করছে। স্বাধীনতাবিরোধী চক্রকে রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বির্নিমাণে সবাইকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে। করোনা পরিস্থিতির জন্য সবাইকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের এসপি মিলন মাহমুদ, চাঁদপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মেয়র মো. জিল্লুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাব উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –