• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা: শিল্পমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা। নির্বাচনের মাধ্যমেই প্রত্যেকটি পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সর্বদা আছি আমরা।

বিএনপির আজ নির্বাচনে যাওয়ার সাহস নেই মন্তব্য করে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিএনপির বিলুপ্ত হওয়ার কথা ছিল। এটি হত্যাকারীদের দল। আমি আবেদন করবো, জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে চলে যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –