• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘চীন-কোভ্যাক্স-ডব্লিউএইচও থেকে আরও সোয়া ২৪ কোটি টিকা আসবে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চীন, ডব্লিউএইচও ও কোভ্যাক্স সুবিধার আওতায় ২৪ কোটি ৩০ লাখ ডোজ করোনার টিকা প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে। এর মধ্যে চীন থেকে সাত কোটি ডোজ ও ডব্লিউএইচও থেকে সাড়ে ১০ কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। আর কোভ্যাক্স সুবিধার আওতায় আরও ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে।’

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অংশ নেন।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৫২ লাখ ডোজ টিকা এসেছে। এরমধ্যে প্রথম ডোজের দুই কোটি ৪২ লাখ ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এক কোটি ৬০ লাখ ডোজসহ মোট চার কোটি দুই লাখ টিকা মানুষকে দেওয়া হয়েছে। এখনো হাতে দেড় কোটি ডোজ টিকা রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –