• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হাবিপ্রবিতে পাট নিয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেছেন, বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল পাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত সামগ্রীর ব্যবহার নিশ্চিতে গুরুত্বারোপ করেছেন।

তাই পাট নিয়ে গবেষণা আমাদের আশা জাগায়। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাবিপ্রবিতে অনুষ্ঠিত এক পিএইচডি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের তত্ত্বাবধানে ‘স্টাডি অন কেমিক্যাল কম্পোজিশন অফ জুট লিভস অ্যান্ড ডেভলপমেন্ট অ্যাজ হারবাল টি’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন।

বিভাগের পিএইচডি ফেলো মো. মাহবুব আলির সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. রবিউল হক, প্রফেসর ড. বলরাম রায় (হাবিপ্রবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।

এ সময় কৃষি ও বিজ্ঞান অনুষদের ডিন, চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –