• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শিক্ষার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ডা. দীপু মনি   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের শিক্ষার ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন- শিক্ষার্থীদের পাঠদান কিন্তু বন্ধ ছিল না। আমরা তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। তার মধ্যেও আমরা দেখি, কিছু কিছু শিক্ষার্থী টেলিভিশন দেখার সুযোগ ছিল না বা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তখনই আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি।

শিক্ষামন্ত্রী বলেন, তবুও ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প নেই। কোথাও না কোথাও তো ঘাটতি রয়েই গেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সেই ঘাটতি পূরণে রেমেডিয়াল ক্লাসসহ আমাদের একেবারে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিশ, এসপি মিলন মাহমুদ, সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্লাহ, নৌ পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তার, এনএসআই ডিডি আরমান আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –