• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে ২০৯ জন শনাক্তের দিনে মৃত্যু ২

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। এ সময় নতুন করে ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৮০১ জনের নমুনা পরীক্ষা করে ২০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ০৯ শতাংশ। 

এদের মধ্যে সদর উপজেলায় ৯৬ জন, বিরলে ৭ ,বীরগঞ্জে ২৫, চিরিরবন্দরে ২০, বোচাগঞ্জে ১৮, ফুলবাড়িতে ১৪, খানসামায় ২১, পার্বতীপুরে ৩, কাহারোলে ৪ এবং ঘোড়াঘাটে একজন রয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৯৭ জনে। 

এ সময় জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৪১ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৪ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –