• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ২০৩ জনের মৃত্যু, শনাক্ত ১২১৯৮ 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮৪২ জনে। 

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন আট লাখ ৮৯ হাজার ১৬৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক শুন্য ৯১ শতাংশ।

গত সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২০ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৬ হাজার ৬৩৯ জনে।

ওই সময়ে মৃত্যুর এ সংখ্যা রোববারের তুলনায় কিছুটা কম হলেও শনাক্তের সংখ্যা ছুঁয়েছিল নতুন উচ্চতা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৭৬৮ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –