• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

আবু সাঈদের রক্তে ভেজা রংপুর হবে শান্তির নগরী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

রংপুর মহানগর এর নয়া পুলিশ কমিশনার মজিদ আলী বলেছেন, মানুষের জানমাল নিরাপত্তার প্রয়োজনে পুলিশ বাহিনী, অথচ রাজনৈতিক হাতিয়ার হিসেবে মাঠে কাজ করে পুলিশ। কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যের কারণে এখন জনগণের আস্থা হারিয়েছে এই বাহিনী। তারুণ্যের যুদ্ধে জয়ি বাংলাদেশে থাকবে না বৈষম্য। কেউ হবে না অধিকার বঞ্চিত। আবু সাঈদ এর রক্তে ভেজা রংপুর নগরকে শান্তির নগরীতে পরিণত করার আশ্বাস দেন।
আবু সাঈদকে কারা গুলি করেছে, কীভাবে মৃত্যু হয়েছে এটি প্রমাণ করার জন্য খুব বেশি সাক্ষীর প্রয়োজন হবে না। এরপরও আবু সাঈদের হত্যা পরবর্তী সময়ে পুলিশ একটি অপ্রাপ্ত কিশোরকে গ্রেপ্তার করে হত্যাকারী সাজানোর গটনা অত্যন্ত লজ্জার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।

আবু সাঈদ তার জীবন উৎসর্গের মধ্য দিয়ে অনিয়মের বেড়াজাল ভেঙে নিয়ম-শৃঙ্খলা তৈরি করতে চেয়েছেন উল্লেখ করে কমিশনার মজিদ আলী বলেন, কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যু সারা বিশ্ব দেখেছে। সেদিন আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে না পড়লে ৫ আগস্ট ক্ষমতা থেকে সরকার পড়ে যেত না। বৈষম্যের বিরুদ্ধে জীবন উৎসর্গ করা আবু সাঈদ ছিল ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা।
আবু সাঈদের দৃষ্টান্ত পরবর্তীতে দেশের ইতিহাসে বীর হিসেবে চিহ্নিত হবে এটি তিনি বিশ্বাস করেন। তিনি যোগদানের পরেই আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন।


প্রকৃত পুলিশি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কমিশনার মজিদ আলী বলেন, আমাকে ফুলিয়ে-ফাঁপিয়ে এই শহরে বড় করার কিছু নেই। বরং আমি যাতে আপনাদের যথাযথ সেবা দিতে পারি, এজন্য সহযোগিতা করবেন। এখন ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী পুলিশের যেসব কার্যক্রম চলছে তাতে সবার সহযোগিতা থাকা দরকার। পুলিশ করোনা মহামারিসহ নানাবিধ কাজ করে প্রশংসিত হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী ও অতি উৎসাহী পুলিশ সদস্যের জন্য পুলিশ বাহিনীর আজকের পরিণতি। কিন্তু এটা মাথায় নিয়ে সরে থাকলে কিংবা সমাজ থেকে আলাদা থাকলে এই বাহিনীর অস্তিত্ব থাকবে না। চুপ করে থাকার সময় নেই, জনগণের আস্থা ফিরে আনার কথাও বলেন তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মেনহাজুল আলম, উপ পুলিশ কমিশনার (অপরাধ) শিবলীসহ অনেকে।
এ সময় আলোচনায় অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ দমনে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেন লিয়াকত আলী বাদল, জয়নাল আবেদীন, মেরিনা লাভলী, জুয়েল আহমেদ, ফরহাদুজ্জামান ফারুক, মাজেদ মাসুদ, তাজিদুল ইসলামসহ বিভি গণমাধ্যমের কর্মীরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –