• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২৪  

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ খুলে দিয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।

বুধবার (২৯ মে) রাত ৮টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানি বাড়তে শুরু করে রাত সাড়ে ১১টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫১ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৬৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা থেকে পানি বাড়তে থাকে অবশ্য সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করবে। তবে এক মিটারের মতো পানি বৃদ্ধি হতে পারে।

এদিকে, হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের ১০-১৫টি চর ও জলঢাকা উপজেলার ৪-৫ টি চরে পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানের ঢলে বুধবার দিবাগত রাতে তিস্তা নদীর পানি বেড়ে যায়। এগুলো ভাসমান পানি। দ্রুতই আবার নেমে যাবে। আতঙ্কিত হওয়ায় কোনো কারণ নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –