• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪  

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত হয়েছেন চালক রায়হান মিয়া গাটু। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব রহমান। 

পুলিশ জানায়, সকালে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাইওয়ে থানার সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলে নিহত হন চালক রায়হান। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বাসটি নিয়ে পালিয়েছেন চালক। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –