• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের ধাক্কায় জাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

উপজেলার মীরডাঙ্গী এলাকার পাইকার বস্তি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদা বেগম মীরডাঙ্গী এলাকার পাইকার বস্তির খোসিবোদ (তালির) স্ত্রী।

প্রত্যক্ষদশীরা জানান, ঐ নারী রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরের বৃদ্ধ নারীকে চিকিৎসক দিনাজপুর এমএ আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –