• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

দিনাজপুরের ফুলবাড়িতে অভিনব পন্থায় মাদকদ্রব্য বহনকালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন পৌরসভার ৬নং ওয়ার্ডে চেকপোস্ট পরিচালনা করে মো. বাবলু প্রামানিক (৪৫), মো. সাইদী দেলোয়ার হোসেন সাইদী (২৫) ও মো. আবুল খায়েরকে (৪০) আটক করা হয়। পরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।

তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –