• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পাগড়ি কেনার টাকা না পাওয়ায় মাদরাসাছাত্রের আত্মহত্যা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

গাইবান্ধা সাদুল্লাপুরে পাগড়ি কেনার ১ হাজার টাকা বাবা মায়ের কাছে চেয়ে না পাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে জাহিদ হাসান (১৭) নামে কোরআনের হাফেজি পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জাহিদ হাসান উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়ার গ্রামের তৈয়ব আলী ফারাজীর ছেলে এবং চক ভগবান হাফিজিয়া মাদরাসার ছাত্র।

নিহতের চাচা মউবর ফারাজী জানান, জাহিদ হাসান তার মার কাছ থেকে পাগড়ি কেনার জন্য ১০০০ টাকা চায়। তার মা তাকে ৫০০ টাকা দেয় এবং ৫০০ টাকা পরে দিবে বলে জানায়। এতে রাগান্বিত হয়ে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমিরুজ্জামান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –