• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

রংপুরে নাশকতা মামলায় বিএনপির পাঁচ নেতার কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

রংপুরে নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডনসহ পাঁচ আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন ছাড়া বাকি আসামিরা আদালতে অনুপস্থিতি ছিলেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন- রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুবদল নেতা তারেক হোসেন সোহাগ এবং আরিফ মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ মে হরতালে রংপুর পলিটেকনিক কলেজের পুকুর পাড়ে নাশকতা সৃষ্টির শলা পরামর্শ করছিলেন আসামিরা। এ সময় পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যান। পরে সেখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাত আসামির মধ্যে বিএনপি নেতা রইচ আহম্মেদ ও সামছুল হক ঝন্টু মৃত্যু বরণ করায় রায় ঘোষণার সময় তাদের নাম বাদ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –